ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীতে দুই দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে আজ মাঠে নামছে। অন্যদিকে, সরকারবিরোধীরা সরকারের পদত্যাগের এক দফা নিয়ে পদযাত্রা করবে। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজ ঢাকার রাজনৈতিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে।
১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রার ঘোষণা দেয় বিএনপি। তার পরদিন ক্ষমতাসীনরাও দুই দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করার ঘোষণা দেয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে পদযাত্রা শুরু করার কথা বিএনপি’র। সেটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে শেষ হবে। পরদিন ১৯ জুলাই উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে তারা।
সকাল থেকে মিছিল নিয়ে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। সেখানে পদযাত্রাপূর্ব সমাবেশ শুরু করেছে দলটি। সেখানে ট্রাকে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এই মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, বিএনপি নেতা আবদুল কাদের ভূঁইয়া, নাজিম উদ্দিন, যুবদলের সিনিয়র সভাপতি মামুন হাসান, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করছেন আমিনুল হক।
সমাবেশ উপলক্ষ্যে গাবতলীতে মাজার রোডসংলগ্ন পুরোনো গাবতলী অংশ থেকে গাবতলী বাস টার্মিনাল হয়ে আমিনবাজার সেতু অংশ পর্যন্ত বিএনপির নেতা–কর্মীরা সড়কের উত্তর পাশে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আজ। রাজধানীর বাইরে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় একই কর্মসূচি করবে দলটি।
এছাড়াও বুধবার ঢাকায় আওয়ামী লীগ তেজগাঁওয় সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে।
very informative articles or reviews at this time.