চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাবেক সেনা সদস্যের হামলায় নারীসহ দু’জন আহত হয়েছেন। আহতদের একজন স্থানীয় ইটভাটা ব্যবসায়ী শাজাহান মিয়া, তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। অপরজন শাজাহান মিয়ার চাচাতো ভাই মকছেদ আলীর পুত্রবধূ সোনিয়া খাতুন।
শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার ওসমানপুর বাজারে হামলার শিকার হয়েছেন তারা। আহত শাজাহান মিয়াকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ সোনিয়া স্থানীয় হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানপুর বাজারে ব্যবসায়ী শাজাহান মিয়ার পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশে সরকারি বাজার বসে। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা ও সাবেক সেনা সদস্য মো: ইব্রাহিম হোসেন এবং তার ভাই আব্দুল আলিমসহ ১০/১২ জন লোক সশস্ত্র অবস্থায় শাজাহান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ করতে যায়। এসময় শাজাজান মিয়া তাদেরকে সেখানে স্থাপনা তুলতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে শাজাহান মিয়ার ওপর হামলা করে। প্রাণ রক্ষায় শাজাহান মিয়া তার চাচাতো ভাই মকছেদ আলীর বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও ইব্রাহিমসহ তাদের কয়েকজন সহযোগী গিয়ে হামলা করে। তারা ওই বাড়ির গৃহবধূ সোনিয়া খাতুনকেও পিটিয়ে আহত করে।
হামলাকারীদের আঘাতে শাজাহান মিয়া বুকে ও পিঠে গুরুতর আঘাত পান। প্রথমে তাকে হারদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত গৃহবধূ সোনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শাজাহান মিয়া জানান, ইটভাটার কয়লা কিনতে সকালে আমি বাড়ি থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাই। এরপর ইব্রাহিম ও তার ভাইয়ের নেতৃত্বে ১০/১২ লোক আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের জন্য কাজ শুরু করে। আমি তাদের সেখানে ঘর তুলতে নিষেধ করায় তারা আমাকে মারধর করে। এসময় তারা আমার সাথে থাকা কয়লা কেনার ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, সাবেক সেনা সদস্য ইব্রাহিম হোসেন ওসমানপুর বাজার দোকান সমিতির সভাপতি। এই পরিচয়ে সে প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় ঘর তৈরি করতে যায়। ওসমানপুর বাজারে সরকারি জায়গা দখল করে সে আরেকটি দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে।
ব্যবসায়ীরা আরও জানান, ইব্রাহিম এলাকার প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে চলাফেরা করায় সবকিছুতেই ক্ষমতার দাপট দেখায়। সরকারি বাজারে তার এমন দখলদারি আচরণ বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।