প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দেশে ফেরার আকাঙ্খা নেই৷ প্রবাসীরা দেশের কাছে সঠিক মূল্যায়ন চায়। বিমানবন্দরে গিয়ে মাথায় করে লাগেজ বহন করা থেকে মুক্তি চায় প্রবাসীরা৷ বিমানবন্দরে সাধারণ প্রবাসীদের হয়রানি বন্ধসহ প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার (২৯ জুন) শারজাহ’র বাংলাদেশ সমিতির কার্যালয়ে প্রবাসী অধিকার ঐক্য পরিষদের বার্ষিক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা কালাম মাহমুদ। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ফখরুল ইসলাম খান, সিআইপি, প্রধান বক্তা ছিলেন নুরুন্নবী খোকন, নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মোকাদ্দেস।
সহিদ সারওয়ার ও মোতাব্বির হোসেন রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইসমাইল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জুনায়েদ আলম, নুরুল ইসলাম, ইয়াকুব বাদসা,মোহাম্মদ ইউনুস, কামাল হোসেন, জিয়াউদ্দীন বাবলু, শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক মন্দায় রেমিট্যান্স পাঠিয়ে সবার আগে দেশের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা৷ অথচ প্রবাসীরা দেশে গেলে বিমানবন্দরে তাদের নানা রকম হয়রানির শিকার হতে হয়। দেশের গণমাধ্যমে প্রায়ই প্রবাসীদের পরিবার নির্যাতনের শিকার হওয়ার খবর আমরা দেখতে পাই৷ প্রবাসীদের পরিবারগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও দাবি জানান তারা।
বক্তারা বলেন, দূতাবাস ও কনস্যুলেটে প্রবাসীদের সেবা বৃদ্ধির সুবিধার্থে মনিটরিং সেল স্থাপন করতে হবে৷ মিশনগুলোতে সাধারণ প্রবাসীদের সেবার মান বাড়ানোর জন্য সরকারকে সজাগ থাকা উচিৎ। এসময় প্রবাসী কল্যাণ কার্ড বিনামূল্যে প্রবাসীদের প্রদানের আহ্বান জানান বক্তারা৷
তারা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে আমিরাতে ভ্রমণ ভিসায় আসলে বিমানবন্দরে কন্ট্রাক্টের নামে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অফিসার।
এদিকে জসিম মজুমদার কে সভাপতি, নাছির উদ্দীন মিলনকে সাধারণ সম্পাদক ও জুনায়েদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ১৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনিযুক্ত সভাপতি জসিম মজুমদার জানান, প্রবাসীদের যুক্তিসঙ্গত দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই৷ তিনি আমিরাতের আইনকানুন মেনে সকল কার্যক্রম পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের ভোট দেয়ার সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান৷
বার্ষিক সম্মেলন আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ছিল আল আতিক বিল্ডিং কন্ট্রাক্টিং ও আল রাহমানিয়া বিল্ডিং মেইন্টেনেন্স।