সংযুক্ত আরব আমিরাতে শেষ হল প্রথমবারের মত আয়োজিত বাংলাদেশ বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব। রোববার স্থানীয় সময় রাত ১১টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবের পর্দা নেমেছে।
তিন দিনব্যাপী এই উৎসবে বইয়ের স্টলে বই প্রেমীদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। শিশু থেকে কিশোর কিংবা মধ্যবয়সী সবাই স্টলে স্টলে ঘুরে তাদের প্রিয় বইটি কিনেছেন। মেলার শেষ দিন ছিল আমিরাতে সাপ্তাহিক ছুটি। এদিন আমিরাতের অন্যান্য প্রদেশ থেকে অনেকে তাদের পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন বই মেলায়।
মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা বলেন, প্রবাসের মাটিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মেলা প্রতিবছর আয়োজন করা দরকার। প্রবাসের মাটিতে এমন আয়োজন করার জন্য তারা দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র নেতৃবৃন্দরা শেষ দিনে মেলা পরিদর্শন করে জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন বইমেলায়। সকালের দিকে ভীড় কিছুটা কম থাকলেও বিকেলে মেলা প্রাঙ্গণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।
তিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। মেলায় বাংলাদেশের ৩০টি প্রসিদ্ধ প্রকাশনীর মধ্যে প্রথম হয়েছে বর্ণমালা।
মেলার সংবাদ সংগ্রহ ও প্রচারে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সকল নেতৃবৃন্দকে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এছাড়াও আমিরাত প্রবাসী সাংবাদিকদের সম্মাননা দেয়া হয়েছে।
পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মধ্যে দিয়ে শেষ হয় এবারের আয়োজন।