সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাষ্টদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় দূতাবাস, জনতা ব্যাংক, বাংলাদেশ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দূতাবাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম পবিত্র কুরআন তেলোয়াত করেন।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের মিশন মিজানুর রহমান, লেবার সচিব লুৎফুন নাহার নাজিম, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং কাউন্সিলর এস এম মাজহারুল ইসলাম।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুন নাহার জলী, সৈয়দ লুৎফর রহমান, গোলাম কাদের ইফতি, আজমেরী বেগম, উত্তম হাওলাদার, ফেরদৌস আরা, বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার সুখী, সমৃদ্ধ, শোষণ ও বৈষম্যহীন সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ভিশন-২০৪১’ বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সকলকে অবদান রাখতে হবে।
শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, বাংলাদেশের আরও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।