আবাসিক হলে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের নিরাপত্তা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ  করেছেন সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। রোববার রাত নয়টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে খালেদা জিয়া হল প্রদক্ষিণ করে সুফিয়া কামাল হলে এসে অবস্থান নেন। এসময় তারা বাঁচার মত বাঁচতে চাই, নিরাপদ ক্যাম্পাস চাই, দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে- ২৪ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিকে শনাক্ত করে হাজির করতে হবে, দেওয়ালের উচ্চতা কমপক্ষে ১০ ফুট বাড়াতে হবে, তিনটি হাইওয়ে ফেইসিং সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং সেগুলো সবসময় মনিটরিং এর জন্য দুইজন লোক রাখতে হবে, হলের চারপাশের মাটি ভরাট করতে হবে, হলের চারপাশে ফ্লাড লাইট লাগাতে হবে, গার্ডের দায়িত্বে যারা রয়েছে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে, নীচতলায় প্রতিটি জানালায় কেসিং লাগাতে হবে, হল এটেন্ডেন্ট হলের পিছনেও রাখতে হবে, দুইজন হল সুপারের উপস্থিতি নিশ্চিত করতে হবে, নিচতলার ডাইনিং ও গণরুমের জানালায় পর্দা নিশ্চিত করতে হবে, নিরপেক্ষ জবাবদিহিতা চাওয়ার অধিকার শিক্ষার্থীদের থাকতে হবে। শিক্ষার্থীরা আরও জানান, যেসব দাবি ২৪ ঘন্টার মধ্যে পূরণ করা সম্ভব সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেগুলো ২৪ ঘন্টার মধ্যে পূরণ করা সম্ভব নয় সেগুলোর উদ্যোগ নিতে হবে।

এদিকে, বিক্ষোভকালে হলের আবাসিক শিক্ষক নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসাব্বের রহমান উপস্থিত হয়ে ছাত্রীদেরকে আশ্বস্ত করে বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা দাবিগুলো বাস্তবায়ন করব এবং অপরাধী শনাক্ত করে তাকে উপযুক্ততা শাস্তির আওতায় আনার চেষ্টা করব।’

রোববার ভোর চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল, সুফিয়া কামাল হল ও খালেদা জিয়া হলের ভিতরে প্রবেশ করে এক অজ্ঞাত ব্যক্তি ছাত্রীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং চুরির চেষ্টা করে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা। এর আগে গত মঙ্গলবার ভোরে শেখ হাসিনা হলে একই ঘটনা ঘটে।

leave a reply