আফগানদের বিপক্ষে কেমন হতে পারে টাইগার স্কোয়াড

বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ধর্মশালার কন্ডিশন বিবেচনায় আফগানদের বিরুদ্ধে সাত ব্যাটারের সাথে তিন পেসার এবং এক স্পিনার নিয়ে গড়া একাদশ কার্যকরী হতে পারে। সাকিব এবং মিরাজ থাকায় এমন টিম কম্বিশনেও থাকবে ছয় বোলিং অপশন।

আজকের ম্যাচের জন্য যেমন হতে পারে টাইগার একাদশঃ

এশিয়া কাপে ওয়ানডে অভিষেকের দুই ম্যাচে হতাশ করলেও প্রস্তুতি ম্যাচে অনেক প্রতিশ্রুতি দেখিয়েছেন তানজিদ হাসান। তাই ওপেনিংয়ে অটোচয়েজ লিটন এর সাথে থাকছেন জুনিয়র তামিম। ফর্মে থাকা শান্ত তিন নম্বর পজিশনে অনেকদিন ধরেই ভরসা জুগিয়ে আসছেন। তাই তিন নম্বরে নিঃসন্দেহে তিনিই থাকছেন। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় টিম ম্যানেজমেন্ট হয়তো মিরাজকে উইকেটে যতটা সম্ভব বেশি সময় দিতে চাইবে। তাই ধারণা করা যায় মেহেদী থাকছেন চার নম্বরে।

মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটার সাকিব এবং মুশফিকুর স্থিতিশীলতা আনবেন। টপ অর্ডার ভালো শুরু না করতে পারলে দুজনেরই রয়েছে ইনিংস মেরামতের সক্ষমতা। সাম্প্রতিক সময়ে টপ অর্ডারে ভালো পারফর্ম করলেও ব্যাটিং লাইনাপে ভারসাম্য আনতে তৌহিদ হৃদয় সাত নম্বরে ব্যাট করবেন। দ্রুত রান তোলার সক্ষমতা তিনি এর আগেও প্রমাণ করেছেন। তাই ফিনিশিংয়ে তার উপরই ভরসা রাখবে টিম ম্যানেজেন্ট।

ফর্মে থাকা তিন পেসার তাসকিন-শরিফুল- মুস্তাফিজে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের ডানহাতি মিডল অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে এক্স-ফ্যাক্টর হতে পারেন নাসুম আহমেদ। এছাড়া সাকিব আর মিরাজতো থাকছেনই পঞ্চম ও ষষ্ঠ বোলিং অপশন হিসেবে।

সম্ভাব্য একাদশঃ

১. তানজিদ হাসান ২. লিটন দাস ৩. নাজমুল হোসেন শান্ত ৪. মেহেদী হাসান মিরাজ ৫. সাকিব আল হাসান (অধিনায়ক) ৬. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৭. তৌহিদ হৃদয় ৮. নাসুম আহমেদ ৯. তাসকিন আহমেদ ১০. শরিফুল ইসলাম ১১. মুস্তাফিজুর রহমান