আইভী রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় প্রাণহারানো আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের কাছে তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। বলেন, এই হামলা ছিল বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ণ করার ধারবাহিকতা।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশেই চালানো হয় গ্রেনেড হামলা। হরকাতুল জিহাদ ছিল কিলিং এজেন্ট। তারেক রহমানের সুস্পস্ট নির্দেশ ছিল শেখ হাসিনাকে হত্যা করার। শেখ হাসিনা ছিলেন প্রাইম টার্গেট।

যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে জড়িত তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান করার সুযোগ আছে কি না তা নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের কোনও বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপির আন্দোলনে সুনামি হবে না-এটাই স্বাভাবিক। ক্ষমতার মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের মাঠে নামিয়েছিল বিএনপি। আন্দোলনের নামে পিকনিক পার্টি করেছে। আন্দোলনের জন্য সাবজেক্ট ও অবজেক্ট লাগে। কিন্তু বিএনপির এর কিছুই ছিল না। তাদের আন্দোলন নেতাকর্মী নির্ভর। জনগণের অংশগ্রহণ ঘটাতে পারেনি। জনগণ ছাড়া গণআন্দোলন হয় কীভাবে? প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

leave a reply