দুই চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ শেষ হয়েছে গতকাল। প্রথম দুই ম্যাচ হারলেও শেষ দুটি টেস্ট জিতে নিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে ইংলিশরা। তবে সিরিজ শেষ হলেও, অ্যাশেজ নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। এবার অ্যাশেজ শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বিয়ার পানের আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে ইংল্যান্ডের বিরুদ্ধে।
সাধারণত অ্যাশেজ সিরিজ শেষে দুই দলের বিয়ার পানের রীতি অনেক পুরনো। তবে অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ওভালে অ্যাশেজের শেষ টেস্টের পর ‘রীতি’ মেনে অস্ট্রেলিয়া দলকে বিয়ার পানের আমন্ত্রণ জানায়নি ইংল্যান্ড দল। এমনকি অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও ইংলিশদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
ইংল্যান্ড দলের একজন মুখপাত্রের বরাত দিয়ে সিডনি মর্নিং হেরাল্ড জানায়, ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে দুই দলই পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে নিজ নিজ ড্রেসিংরুমে উদ্যাপন করছিল, যেটি চলেছে অনেকক্ষণ। ওভাল টেস্ট শেষে ইংল্যান্ড দলের দুই ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী বিদায় নেয়ায় ইংলিশদের আনুষ্ঠানিকতা সারতে বেশ সময় লেগে যায়। এরপর অজিদের বিয়ার পানের আমন্ত্রণ জানানোর জন্য গেলে দেখা যায় ততক্ষণে ড্রেসিংরুম ছেড়ে চলে গিয়েছেন স্মিথ-কামিন্সরা।
তবে শেষমেষ এই বিতর্কে অবসান ঘটিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এক টুইট বার্তায় ইংলিশ অধিনায়ক বলেন, ‘ব্যাপারটি পরিষ্কার করতে… শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতার সারতে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে। ড্রেসিংরুমের বদলে তাই আমরা নৈশক্লাবে একত্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
cugu80