অনৈতিক কর্মকাণ্ডের জেরে নারী সহকর্মীসহ বরখাস্ত নওগাঁর স্কুল শিক্ষক

নওগাঁর বদলগাছীর উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ওই স্কুলের এক নারী সহকারী শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়ি পড়ে। এ ঘটনায় অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টায় বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের পাশে পারসোমবাড়ি বাজারে এসব কর্মসূচি পালন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় এ ঘটনার তদন্তের জন্য নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন বিদ্যালয়ে এলে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা তাকে ঘিরে রেখে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে বিদ্যালয়ের ভেতরে রেখে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

পরে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফটকের তালা খুলে দেওয়া হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁ ফেরার পথে পারসোমবাড়ি সেতুর ওপর বিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা তার পথরোধ করে প্রধান শিক্ষকে চুড়ান্ত বরখাস্তসহ শাস্তির দাবি করেন।

সেখান থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বিদ্যালয়ে আসেন। তারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ.জ.ম.শফি মাহহমুদ অভিযুক্ত প্রধান শিক্ষক ও নারী সহকারী শিক্ষকাকে সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তের আদেশের কপি ই-মেইলে পাঠানো হয়। এরপর উত্তেজিত লোকজন শান্ত হলে দুপুর দুইটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকির হোসেন ও ইউএনও বিদ্যালয় থেকে চলে যান।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন বলেন, বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের নারী সহকারী শিক্ষকা অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে বৃহস্পতিবার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি স্কুলটি বন্ধ। অভিযুক্ত প্রধান শিক্ষক ও নারী সহকারী শিক্ষকাসহ কোনও শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার নারী সহকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। সভাপতি বরখাস্তের ওই আদেশের কপি ই-মেইলে পাঠিয়েছেন। দ্রুতই আইনী পদক্ষেপ নেবার কথাও জানান তিনি।

leave a reply