কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা। সেনাপ্রধান ছাড়াও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও নয়জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দুটা ২০ মিনিট নাগাদ রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে অবস্থিত এলজিও মারাকওয়েট কাউন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-জাজিরা জানিয়েছে, ওই হেলিকপ্টারে সেনাপ্রধান ফ্রান্সিসের সঙ্গে ১১ জন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। সেখান থেকে বেঁচে ফিরেছেন মাত্র দুজন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, ‘হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। জেনারেলের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’