নন্দিত সংগীত শিল্পী খালিদের স্মরণে টিভি মেট্রো মেইল কানাডার ব্যানারে অনলাইনে শুরু হচ্ছে ‘টিএমএম বাংলা সংগীত প্রতিযোগিতা-২০২৪’। এতে উত্তর আমেরিকায় বসবাসরত ১৬ বছরের বেশি যে কোনো প্রতিযোগী নিবন্ধন করে নিজের গানের ভিডিও পাঠাতে পারবেন। প্রতিযোগিতায় সেরা দশজনকে নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হবে তিন পর্বের ফাইনাল রাউন্ড।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারক হিসাবে থাকবেন সংগীত শিল্পী তপন চৌধুরী, সামিনা চৌধুরী, আশিকুজ্জামান টুলু, সাইদ হাসান টিপু (অবসকিউর), তানভীর তারেক এবং তরুণ মুন্সী। আগামী ২৫, ২৬ মে এবং পহেলা জুন টরন্টো/নিউইয়র্ক সময় দুপুর ১২টায় আর বাংলাদেশ সময় রাত ১০টায় যথাক্রমে অনুষ্ঠিত হবে এই তিনটি পর্ব।
সেরা দশজনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বিশেষ সনদপত্র এবং সেরা তিনজনকে সনদপত্রসহ পুরস্কার হিসাবে টিভি মেট্রো মেইলের ব্যানারে দেশের স্বনামধন্য সংগীত শিল্পীদের তত্ত্বাবধানে একটি করে মৌলিক গান সুর ও কম্পোজ করে দেয়া হবে।
প্রতিযোগিতার আয়োজক টিভি মেট্রো মেইলের নির্বাহী সম্পাদক ইমামুল হক জানান, ‘অনলাইনে বাছাইপর্ব অনুষ্ঠিত হলেও মূল তিনটি পর্ব সরাসরি সম্প্রচার হবে। এর মাধ্যমে আমরা উত্তর আমেরিকাতে বাংলা সংগীতের জন্য প্রতিভাবান সংগীতশিল্পীদের উৎসাহিত করতে চাই। টিএমএম এর পুরো আয়োজনটি সদ্য প্রয়াত সংগীত শিল্পী খালিদকে স্মরণ করে করা হচ্ছে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীরা কেবলমাত্র একটি বাংলা গান, আধুনিক, ব্যান্ড সঙ্গীত অথবা লোক সঙ্গীত ১৫ মে’র মধ্যে পাঠাতে পারবেন। ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বাদ্যযন্ত্র ছাড়া, বাদ্যযন্ত্রসহ কিংবা মিউজিক ট্র্যাক ব্যবহার করে নিজকণ্ঠে গাওয়া যে কোনো বাংলা গানের ভিডিও ক্লিপ ‘টিভি মেট্রো মেইলের’ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
সংগীত শিল্পী তপন চৌধুরী, সামিনা চৌধুরী, আশিকুজ্জামান টুলু, সাইদ হাসান টিপু, তানভীর তারেক, মালিহা চৌধুরী মালা এবং ইমামুল হক ১৯ এপ্রিল অনলাইন প্রস্তুতি সভায় মিলিত হয়ে আয়োজনের নানান বিষয় সিদ্ধান্ত নেন। প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী ও শর্তের জন্যে আয়োজকরা টিভি মেট্রো মেইলের ফেসবুক পেইজ, ইভেন্ট পেইজ ও ইউটিউবে নজর রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ইমেইলে যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
metromail.radio@gmail.com
www.themetromail.com